Step into an infinite world of stories
সন্তু-কাকাবাবুর এই দুদ্ধর্ষ অভিযানের পটভূমি আন্দামান। এখানে একটা দ্বীপের জঙ্গলের মধ্যে জারোয়া নামের অতি হিংস্র আদিবাসীরা থাকে। বাইরের লোক দেখলেই জারবারা ছুড়ে মারে বিষাক্ত তীর. এর আগে পৃথিবীর নানান দেশ থেকে বৈজ্ঞানিকরা আন্দামানে এসে উধাও হয়ে গেছেন। জারোয়াদের সেই দ্বীপে পৌঁছলেন কাকাবাবু আর সন্তু। হাজির হলেন এক অদ্ভুত জায়গায়। সেখানে গোলমতন একটা বস্তু থেকে নানারকম আগুন বেরোচ্ছে, সেই আগুন ঘিরে বসে আছে শত শত জারোয়া। আর তাদের মাঝখানে সাদা চুল ও দাড়িওয়ালা এক থুত্থুরে বুড়ো। সেই বুড়োর নির্দেশে গনগনে আগুনের মধ্যে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এক একজন সাদা চামড়ার সাহেব কে. কি পরিচয় এই সাহেবদের? কেন তাদের এমন ভাবে পুড়িয়ে মারা হচ্ছে? এরাই কি সেই নিখোঁজ বৈজ্ঞানিকদের কেউ কেউ? বন্দি হলেন কি করে তারা? সন্তু আর কাকাবাবু কি পারবে এই প্রশ্নের উত্তর বার করতে?
© 2022 Storyside IN (Audiobook): 9789355442451
Release date
Audiobook: 2 February 2022
English
India