Step into an infinite world of stories
পরম পিপাসা - মহাশ্বেতা দেবী কোথাও কোনো সম্ভাবনা ছিল না। তবু হয়ে গেল দুর্ঘটনা। এতটুকু পূর্বাভাস পায়নি কেউ। তাই বুঝি এমন মর্মান্তিক হল।
মোমিনপুরের তিনমাথার মোড়টায় প্রত্যেকদিনের মতো আজও সন্ধ্যা সাতটায় ভিড় হয়েছে। বঁড়শে, বেহালা আর ডায়মন্ডহারবার রোডের বাসগুলো জমছে স্ট্যান্ডে। টিন - মোড়াই প্রাইভেট বাসের গায়ে চাপড় মেরে শব্দ তুলে কন্ডাকটর চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে যাত্রীদের - বেহালা, বঁড়শে, ঠাকুরপুকুর। আজকের আকাশ গুঁড়ো গুঁড়ো মেঘে আলো-আঁধারি। বিষ্টি পড়ছে ঝিরি ঝিরি কণায়। সে বিষ্টি ইলশেগুড়ির মতো শ্রান্ত পথচারীর মুখে ঠান্ডা একটা আমেজ বুলিয়ে দিচ্ছে অনেকটা কুয়াশার মতো। মানুষগুলোকে তেমন স্পষ্ট দেখা যায় না. রাস্তার ধারের বাতির আলোয় পিচের রাস্তা চকচক করে। এরই মধ্যে হল দুর্ঘটনা। অসীমের সত্যি কোনো দোষ ছিল না.
© 2021 Storyside IN (Audiobook): 9789353989170
Release date
Audiobook: 24 June 2021
English
India