Step into an infinite world of stories
ফিরে দেখা শহর কলকাতায় সাড়াজাগানো এগারোটি মামলাকে ফিরে দেখা। কল্পনার গোয়েন্দা কাহিনীর তদন্ত যদি হয় সবুজে সবুজ ইডেন গার্ডেন্স, তুলনায় বাস্তবের গোয়েন্দার চারণভূমি হলো পাড়ার ছিরিছাঁদহীন মাঠ. সেই রুক্ষ জমিতে সত্যানুসন্ধানের ফসল ফোলানোর নেপথ্যকথা ধরা রয়েছে এই বইয়ে, অভিজ্ঞ আই পি এস অফিসার সুপ্রতিম সরকারের টানটান লেখনীতে। ১৯৪৮ থেকে ২০১০-এর বিস্মৃত সময়সীমায়ে লেখোক বেঁচে নিয়েছেন বাস্তবের সেই কাহিনীগুলি, যার প্রতিটি আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রানান্ত পরিশ্রম, অনন্ত ধৈর্য, অপরাধ-মনস্তত্ত্বের নিপুন কাঁটাছেড়া এবং মগজাস্ত্রের ম্যাজিক. কেন লালবাজারকে "স্কটল্যান্ড ইয়ার্ড" বলা হয়, তার নমুনা যেমন ধরা রয়েছে এই বইয়ের পাতায় পাতায়, পাশাপাশি স্টোনম্যান ববৃত্ত্যন্তে রয়েছে কলকাতা পুলিশের ইতিহাসে বড়োল ব্যর্থতার খতিয়ান-ও. তিন দশক আগের স্টোনম্যান মামলা কৌতূহলের নিরিখে আজও জনমানসে অবিসংবাদিত শীর্ষবাছাই। প্রামাণ্য বিবরণে সেই কৌতূহলের নিরসন ঘটিয়েছেন লেখক।
© 2022 Storyside IN (Audiobook): 9789355442895
Release date
Audiobook: 6 February 2022
English
India